শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে বিডিইউ প্রশাসনের শোক

৬ মে, ২০২৩ ১৫:২৬  

শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এর মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলাম জোয়ার্দার এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

শনিবার ( ৬ মে, ২০২৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এর মা রহিমা ওয়াদুদ শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলা ৮৯ বছর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আগামীকল রবিবার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।